by ঐশী

তুমি কি আলেকজান্ডার না দিওগেনেস?

philsophy

তুমি কি আলেকজান্ডার না দিওগেনেস?

                                         তুমি কি আলেকজান্ডার না দিওগেনেস?

দিওগেনেস (Diogenes: 399 BC-323BC) হলেন একজন গ্রীক দার্শনিক, যিনি নিন্দাবাদে (Cynicism) বিশ্বাসী। আলেকজান্ডার দ্যা গ্রেট (356 BC -323 BC) হলেন গ্রীসের ম্যাসিডনের রাজা। বিশ্বের সবথেকে শান্তিপ্রিয় দার্শনিকদের মধ্যে একজন ছিলেন দিওগেনেস। ওঁনার জন্ম গ্রীস দেশে (বর্তমানে তুরস্ক)।

একদিন আলেকজান্ডার দ্যা গ্রেট হঠাৎ তাঁর সঙ্গে দেখা করতে আসেন। দিওগেনেস আলেকজান্ডারকে জিজ্ঞাসা করলেন "আপনি কোথায় যাচ্ছেন? আপনার লক্ষ্য কি? আপনি আসলে কি চান? কয়েকমাস ধরে আমি আপনার সেনাবাহিনীকে পাশ দিয়ে যেতে দেখছি এবং এর উদ্দেশ্য কি হতে পারে তা ভাবছি?" আলেকজান্ডার তখন বললেন " আমি পৃথিবী জয় করতে চাই।" দিওগেনেস বললেন "বেশ, আপনি পৃথিবী জয় করলেন, তারপর কি?" আলেকজান্ডার একটু বিব্রত বোধ করলেন। কেউ তাকে এভাবে জিজ্ঞাসা করে নি। তবুও তিনি বিনয়ের সঙ্গে বললেন "তারপর আমি আরাম করব।" দিওগেনেস পেট ফাটানো হাসি হাসলেন, তারপর সে তাঁর একমাত্র সঙ্গী কুকুরটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, "তুমি কি শুনছ? তুমি কি বুঝছ?" আলেকজান্ডার বিশ্বাস করতে পারলেন না যে, কুকুরটি মাথা নেড়ে হ্যাঁ বলল। আলেকজান্ডার অবাক হয়ে ভাবতে লাগলেন যে, কুকুরটি মাথা নাড়িয়ে কি বোঝাতে চাইছে। দিওগেনেস বললেন, যদি আপনি সত্যিই আরাম করতে চান, কে আপনাকে বাধা দিচ্ছে ? কেন বিশ্ব জয় করে সময় নষ্ট করছেন? আপনি কি বলতে চান - আরাম করতে, মনকে শান্ত করতে, ধ্যানস্থ হতে, নীরব হতে, সকালের সূর্য ও শীতল বাতাস উপভোগ করতে প্রথমে পুরো পৃথিবী জয় করতে হবে। তাহলে শান্তি পাওয়া খুবই কঠিন ব্যাপার। তাহলে আমাদের গরীব মানুষদের কি হবে যারা একটি জিনিসও জয় করতে পারে নি। যাদের কিছুই নেই। আমি কিন্তু ইতিমধ্যেই আরামে আছি, শান্তিতে আছি। আমি প্রতিটা মুহুর্ত পুরোপুরি উপভোগ করছি এবং আমাদের যথেষ্ট জায়গা আছে। তিনি বললেন, আপনি যে কোনও জায়গা নিতে পারেন আপনার পছন্দের। এখানে কোনও জায়গা জয়ের বা আক্রমনের কোনও প্রশ্নই নেই। আমি যেখানে শুয়ে আছি, যদি এখানে জায়গা চান, তবে আমি একটু সরে যেতে পারি। যদি আপনি আমার কুকুর যেখানে আছে সেই জায়গাটাও চান, সেও সরে যেতে পারে। সে খুব বোঝদার, সেও শান্তিতে থাকতে চায়। এটাই আমাদের বন্ধুত্ব, আমাদের ভালবাসা, আমাদের বন্ধন। আমি মানুষের ভিড়ে থাকতে চাই না, কারন তারা এর কিছুই বোঝে না। কিন্তু আমার কুকুরটা খুব বোঝদার, তাই আমি তাকে খুব ভালোবাসি। আর কুকুরটি সত্যি সত্যিই লেজ নাড়তে নাড়তে দূরে সরে গেল, যেন আলেকজান্ডারকে জানাতে চাইল 'তুমি এই জায়গাটা নিতে পারো।'

আলেকজান্ডার এত অপ্রস্তুতে কখনোই পড়েনি। কারন দিওগেনেসের যুক্তি একদম সত্য। যদি তুমি শান্তি চাও, আরাম চাও, তাহলে এখনই শুরু কর, এই মুহূর্তেই শুরু করা যায়, এর জন্য কোনো কিছুই শর্ত প্রয়োজন নেই।